মুজিববর্ষ উপলক্ষে বুধবার- ২৮ শে জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ডিভিশনাল টি – ১০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজ ২০২১ এর সমাপনী পর্ব। সকাল ৯ঃ৩০ মিনিটে শুরু হয় সেমি ফাইনাল। ১ম দিনের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় দুইটি দল- ঢাকা এবং চট্টগ্রাম ফাইনালে অংশগ্রহণ করে।
দিনশেষে বিকেল ৪ টা ৩০ মিনিটে ফাইনাল খেলা আরম্ভ হয়। চট্টগ্রাম বিভাগ ১০ ওভারে ১০৫ রান করতে সমর্থ হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ঢাকা দলও ১০৫ রান করলে সুপার ওভারে ম্যাচ গড়ায়। অবশেষে টান টান উত্তেজনায় চট্টগ্রাম বিভাগ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলায় সর্বোচ্চ রান করে ম্যান অফ দি ম্যাচের পুরষ্কার জেতেন চট্টগ্রাম দলের অধিনায়ক শফিক, অপরদিকে ম্যান অফ দি সিরিজের পুরষ্কার অর্জন করেন ঢাকা বিভাগের দুর্দান্ত খেলোয়ার জুলহাস।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক -কিংবদন্তী ফুটবলার, ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও ডিডিএফ শারীরিক প্রতিবন্ধী ফুটবল দলের সহপ্রতিষ্ঠাতা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব জনাব কায়সার হামিদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ড. ইমরান জাহান, বাংলাদেশ রোলার স্কেটিং ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসিফ হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে এর সম্মানিত সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ইকো, লাকী জাগরণ ফাউন্ডেশনের সভাপতি লাকী আহমেদ এবং বাংলাদেশ টার্গেট বল এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ দ্বীন ইসলাম।
ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এবং ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম বাংলাদেশ এর আয়োজনে এ সিরিজে সহকারী আয়োজক প্রতিষ্ঠান হিসেবে পাশে ছিলেন – স্পার্কো,লিও আইসিটি ক্যাবলস লিঃ, বিডি এনিম্যাল হেলথ, সুপারস্টার, ক্লাব ইলেভেন, লাকী জাগরণ ফাউন্ডেশন, ডেইলি ক্রিকেট, এডভোকেট মেসবাহ উদ্দিন ইকো, শরীফুল হক কার্জন,তৌহিদ হোসেন । সমগ্র ইভেন্টটি পরিচালনায় পাশে ছিলো প্রপার সলোশন ।
এক বিশেষ সাক্ষাৎকারে ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না বলেন-“যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইভেন্টটিকে সফল করে তোলার জন্য ডিডিএফ পরিবারের সদস্য প্রধান কোচ মনি ভাই,আলআমিন শাহীন ভাই ,মানছুরুল হক,রুমেল খন্দকার ভাই ,এমবি কানিজ আপা ,জেবিন ইসলাম,দেওয়ান মারুফ মামা,মুস্তাক হাসান ভাই,মোঃ মনিরুজ্জামান মনির,রাসেল আহমেদ, জোবায়ের নূর,সাঈদ সারওয়ার,সাদ্দাম হোসেন ,রাজু,মোঃ আলী,অন্তর খান,রাসু মিয়া সহ সবাইকে বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
আন্তরিক ধন্যবাদ,কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সবাইকে। আপনাদের পাশে থাকা ই আমাদের পথচলার অনুপ্রেরণা।