(১২ ফ্রেব্রুয়ারী) শুক্রবার দুপুর ১২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সমিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে সারজেন্ট অবঃ মোঃ তারা মিয়া (৬৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুত্রুবার (১২ ফ্রেব্রুয়ারী)রাত সাড়ে ৯টায় উপজেলার সিঙ্গাবীল ইউনিয়নের মিরাশানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজের পূর্বে তাকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করেন।এসময় উপস্তিত ছিলেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তারা মিয়া কে ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর ও বিজয়নগর) আসনের সাংসদ জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পহ্মে শ্রদ্ধা নিবেদন করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেন সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক, আবুল কালাম আজাদ,বিজয়নগর উপজেলা আওয়ামী যুব লীগের,সাধারণ সম্পাদক, রাসেল খান প্রমুখ
সব শেষে পারিবারিক কবরস্থানে তার মরহদেহ দাফন করা হয়।